গাজীপুর সংবাদদাতা: কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল ও বারি’র জ্যেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে মতবিনিময় কর্মশালা শনিবার (২০ এপ্রিল) মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের ‘ক’ তফসিলভুক্ত ৬ টি গবেষণা প্রতিষ্ঠানের মান উন্নয়েনের লক্ষ্যে এই বিশেষজ্ঞ প্যানেল গঠিত হয়।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও বিএআরসি’র সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম; ব্রি’র সাবেক মহাপরিচালক ড. এনআই ভূইয়া; বিএসএমআরএইউ’র অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুল হামিদ; ডিএই’র সাবেক মহাপরিচালক ড. রহিম উদ্দিন আহম্মেদ; বারি’র সাবেক মহাপরিচালক ড. মো. মতিউর রহমান; বারি’র সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নুরুল আলম; বিএআরসি’র সদস্য পরিচালক (শস্য) ড. মো. আবদুছ সালাম; ; বিএআরসি’র সদস্য পরিচালক (টিটিএমইউ) ড. সুরাইয়া পারভীন; বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন; পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান। এছাড়াও উক্ত মতবিনিময় কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বারি’র সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।