শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

গাভী পালন ও মোটাতাজাকরণে পিকেএসএফের প্রশিক্ষণ পেলেন ২৫ খামারী

সিরাজগঞ্জ :পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় এবং এনডিপি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আয়তায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি শাখায় ২৫ জন খামারিদের নিয়ে দু দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর এবং ডা. মো. মনিরুল ইসলাম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কামারখন্দ সিরাজগঞ্জ। এছাড়া উপস্থিত ছিলেন  সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন ও মো. মইনুল হাসান এবং এরিয়া ম্যানেজার মো. জাকির হোসেন সহ আরো অনেকে।

এমন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মইনুল হাসান জানান, ‘কৃষি প্রধান বাংলাদেশ গোখাদ্য দাম দিন দিন উর্দ্ধমুখী হওয়ায় গরুর মাংসের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন উদ্ভুত পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা খামারিদের ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণের  উদ্যোগ নেই। এই প্রশিক্ষণে অংশ হিসেবে সাইলেজ, টিএমআর, ইউএমএস, ইউটিএস বানানোর পদ্ধতি শেখানোসহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে করে খামারিরা বিভিন্ন ধরনের খাবার কম খরচে আদর্শ ভিটামিন যুক্ত খাবার বানিয়ে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ হয়। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং নতুন প্রযুক্তির দিকে অগ্রসর হবে।’

This post has already been read 1628 times!

Check Also

পাবনায় কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা অঞ্চলে কৃষকের মাঝে কৃষি বনায়ন প্রযুক্তি জনপ্রিয়করণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত …