রবিবার , নভেম্বর ১৭ ২০২৪

বরিশালে ফসলের ভ্যলুচেইনের নীতিমালা প্রস্ততকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ফসলের ভ্যলুচেইন প্রমোশনাল বডির খসড়া নীতিমালা  প্রস্ততকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের (পার্টনার- ডিএইম অংগ) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মামুন-উর-রশিদ।

কর্মশালার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্মনিবন্ধক আব্দুল্লাহ আল মামুন, মৃক্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, পার্টনারের প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা, ভ্যনুচেইন কনসালটেন্ট (পার্টনার- ডিএইম পার্ট) ফাইজুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের  সহকারী পরিচালক মেহেদি হাসান, এজিও কর্মি খোরশেদ আলম প্রমুখ। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি মিলে ৫০ জন অংশগ্রহণ করেন।

ভ্যলুচেইন নীতিমালা বাস্তবায়ন হলে কৃষিপণের মূল্য সংযোজন হবে। পরিবেশবান্ধব কৃষির পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত হবে। নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে লিঙ্গ সমতায় রূপ নিবে। অংশীজনের আর্থিক নিরাপত্তা বাড়বে। গ্রামীণ উন্নয়নে অনন্য অবদান রাখবে।

This post has already been read 1268 times!

Check Also

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান১৭’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ …