নিজস্ব প্রতিবেদক: নবম বর্ষ শেষ করে দশম বর্ষে পদার্পন করেছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের স্বনামধন্য কোম্পানি জেএনএস টেকনোলজি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার (২৬ মে) কোম্পানিটির হেড অফিসে কৃষি ও প্রাণিজ খাতের গণমাধ্যম কর্মীদের নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
জেএনএস টেকনোলজি’র দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মো. জাকির হোসেন কেক কেটে উদযাপন করেন।
জাকির হোসেন জানান, জেএনএস টেকনোলজি বর্তমানে স্পেন, চীন ও মঙ্গোলিয়া থেকে আমদানিকৃত প্রাণিজ পুষ্টি ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য দেশের বাজারে বাজারজাত করছে।
তিনি বলেন, ২০১৫ সনের আজকের দিনটিতে (২৬ মে) জেএনএস টেকনোলজি পথচলা শুরু করে। সকলের সহযোগিতায় দেশের প্রাণিজ খাতে আমরা অবদান রাখার চেষ্টা করছি। সহযোগিতার এ ধারা সবসময় অব্যাহত থাকবো বলে আশা করি এবং সকলের দু’আ কামনা করছি।