রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি চেয়ারম্যান  Sergei Kalechits এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলারুশ কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক শাখার পরিচালক Alexei Lesnoy, ভারতস্থ বেলারুশ এ্যাম্বাসির সিনিয়র কনস্যুলার Vitaly Mirutko, বাংলাদেশস্থ বেলারুশ এ্যাম্বাসির কনস্যুলার Aniruddha Kumar Roy, Trade Coordinator Abdus Salam Xitu এবং BTA ব্যাংক এর চেয়ারম্যান Mr. Sultan Marenov । সভায় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মনসুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার প্রমুখ।

আলোচনায় বেলারুশের আকু (ACU)-তে যোগদান, নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত সারের মূল্য পরিশোধ এবং বেলারুশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে মত বিনিময়  হয়। দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।

This post has already been read 1973 times!

Check Also

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না- বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (০২ …