শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষকের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষকের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পূর্ব মাটিভাঙ্গায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন কার হয়। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবাতুননেছা মহিলা দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট মাওলানা মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষিপদকপ্রাপ্ত চাষি মো. আবু বকর সিদ্দিক, কৃষক মো. জসিম উদ্দিন, কিষাণী সাহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানে পূর্ব মাটিভাঙ্গা কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রে ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি বলেন, বিশ্বায়নের যুগে কৃষিকে এগিয়ে নিতে আইসিটি ব্যবহারের কোনো বিকল্প নেই। আর তা বাস্তবায়নের জন্যই আপনাদের মাঝে বিভিন্ন আইসিটি সামগ্রি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর ব্যবহারে নিজেদের জীবনমান উন্নয়ন হবে। দেশ হবে কৃষিতে আরো সমৃদ্ধ।

This post has already been read 107531 times!

Check Also

কোন অবস্হাতেই ডিম ও মাংস আমদানি করতে চাইনা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ডিম ও মাংস আমদানি নিরুৎসাহিত করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, …