শনিবার , সেপ্টেম্বর ৭ ২০২৪

বারিতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ (১৩ জুলাই)  ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে বিভিন্ন ফসলের জন্য সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) জনাব রেহানা ইয়াছমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই এর নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন বারির সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড.সৈয়দ নূরুল আলম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেন্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।  উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত। কর্মশালাটি যৌথভাবে সংগঠিত হয় বারি,সিমিট,ভার্জিনিয়া টেক এবং ইউএসএইড এর সহযোগিতায়।

This post has already been read 6724 times!

Check Also

বরিশালে গ্রীণহাউজ গ্যাস নিরুপণ ল্যাব উদ্বোধন করলেন ব্রির ডিজি

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে গ্রীণহাউজ গ্যাস নিরুপণ ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষাণা ইনস্টিটিউটের …