Thursday , April 3 2025

কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন নব নিযুক্ত কৃষি উপদেষ্টা

এগ্রিনিউজ২৪.কম: অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত  কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী আজ (১৮ আগস্ট) সকালে(৯ টায়) কৃষি মন্ত্রণালয়ে আসেন। প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও  মতবিনিময় করেন।

মতবিনিময় কালে উপদেষ্টা মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী  শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

This post has already been read 4360 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …