বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪

বরিশালে উচ্চমূল্যের ফসল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের উচ্চমূল্যের ফসলের পরীক্ষিত প্রযুক্তিসমূহ সনাক্তকরণ, অগ্রাধিকার, নির্বাচন এবং অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বীজ প্রযুক্তি বিভাগ এবং বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের (এসএসিপি) প্রকল্পের কম্পোনেন্ট কো-অডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার এবং পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।

বারির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদত হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহবুব আলম, ভোলার বারির সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, কলাপাড়ার কৃষি সম্প্রসারণ অফিসার মো. মশিউর রহমান, চরফ্যাশনের কৃষি উদ্যোক্তা আকতার মহাজন প্রমুখ। কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক এবং কৃষি উদ্যোক্তা মিলে ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপখাইয়ে চাহিদাভিত্তিক ফসল উৎপাদন করে কৃষকের আয় বাড়ানো এবং তাদের জীবনমান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর তা বাস্তবায়নে চাই ভালো বীজ, উন্নত প্রযুক্তি আর সঠিক সময়ে উপযুক্ত ফসল নির্বাচন করা। এর মাধ্যমেই পুষ্টিনিরাপত্তা নিশ্চিত হবে। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

This post has already been read 3191 times!

Check Also

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) …