বৃহস্পতিবার , জানুয়ারি ৩০ ২০২৫

ডিম ও মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার!

নিজস্ব প্রতিবেদক: ডিম ও মুরগির (সোনাল ও ব্রয়লার) যৌক্তিক মূল্য নির্ধারন করে দিয়েছে সরকার। আজ (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর ২০২৪ সনের মুরগির (সোনালী ও ব্রয়লার) ও ডিমের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় উক্ত প্রতিবেদন পর্যালোচনাপূর্বক মুরগি (সোনালী ও ব্রয়লার) ও ডিমের মূল্য নির্ধারনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারিত যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায়, ২০২৪ সনের মুরগি (সোনালী ও ব্রয়লার) ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য (উৎপাদন, পাইকারী ও খুচরা পর্যায়ে) সঠিকভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

নং বিবরণ উৎপাদক পর্যায় পাইকারী পর্যায় খুচরা পর্যায়
ডিম ১০.৫৮ ১১.০১ ১১.৮৭
সোনালী মুরগি ২৬০.৭৮ ২৬৪.৫৭ ২৬৯.৬৪
ব্রয়লার মুরগি ১৬৮.৯১ ১৭২.৬১ ১৭৯.৫৯

This post has already been read 4785 times!

Check Also

ডিম, মুরগি ও ফিড উৎপাদনে ধ্বসরে আশংকা

বিশেষ সংবাদদাতা : পোল্ট্রি শিল্পের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনকারি ব্রিডার্স …