বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪

সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উদযাপিত 

সিকৃবি সংবাদদাতা:  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে(সিকৃবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সিকৃবি কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ-নাত, কুইজ,উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বাদ মাগরিব ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত  উপাচার্য প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি কেন্দ্রীয় মসজিদ কমিটিকে এ ধরণের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি আরও বলেন প্রিয়নবী সা. এর সীরাত জানা  ও তদানুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। তাই তিনি উপস্থিত সকলকে প্রতিদিন কিছু সময় বের করে সীরাত পাঠ করার আহবান জানান।
উক্ত মাহফিলে সিকৃবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: হারুন অর রশীদ  বলেন  ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রিয় নবীজির সুন্নাহ্ অনুসরণের বিকল্প নেই। মাহফিল শেষে মিলাদ পাঠ  এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

This post has already been read 14080 times!

Check Also

বসবাসযোগ্য পৃথিবীর গড়তে ভুয়া প্রযুক্তি ছেড়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতি আহবান

চট্টগ্রাম সংবাদদাতা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্লিন এনার্জি”র নামে ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধের দাবীতে …