শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪

আইএসডিই বাংলাদেশের উদ্যোগে ফটিকছড়িতে বন্যাদুর্গত ও দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সহায়তা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি’র Muslim Charity এর সহযোগিতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নতুন ঘর নির্মান ও ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিরতন করেন। নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে  এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আবু হাসান আজমী ও প্রকল্প প্র্রকোশলী জহির রায়হান জাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৪টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭,০০০(সাতাত্তর হাজার) টাকা হারে প্রদান করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নতুন ঘর তৈরির জন্য ১ম কিস্তির ২৬৭,৪৫০(দুই লক্ষ ষাটষট্টি হাজার) টাকা হারে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যা দুর্গত পরিবারকে সহযোগিতা করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। একই সাথে অন্যান্য জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানসমুহকে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে মুসলিম চ্যারিটি সেোযগী বাংলাদেশী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে। বেসরকারী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসাবে দুর্গম ও সন্নিহিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে বলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে চট্টগ্রামের সন্নিহিত এলকার দরিদ্র মানুষের কল্যানে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ফটিকছড়ির দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় ককসবাজারজেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর বিতরণ করেছেন। এবছর আরও ০৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশহিসাবে ১১টি ঘরের সংস্কার ও গৃহের সার্বিক রক্ষনাবেক্ষন কাজের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

This post has already been read 3382 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …