বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪

সাঁথিয়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আব্দুল কাইউম (পাবনা) : পাবনা সাঁথিয়া উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে,।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  সকাল ১১টায় উপজেলা স্বাধীনতা স্বপন চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা এর উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন।

এ সময় তিনি বলেন কৃষি ও কৃষক উন্নয়নে নতুন কৃষি প্রযুক্তির বিকল্প নেই, আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতা আজকের এই প্রযুক্তি মেলা যেখানে কৃষক নতুন নতুন কৃষি  প্রযুক্তির সংক্রান্ত ধারণা পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব গোস্বামী।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানাসহ বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষাণ, কৃষাণী।

This post has already been read 627 times!

Check Also

রাজশাহীতে কৃষি ক্যাডারদের সাথে ডিএই মহাপরিচালকের মতবিনিময় সভা

মো. এমদাদুল হক (রাজশাহী) : আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে চলমান কৃষি কার্যক্রম বিষয়ে রাজশাহী …