মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্রির  মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

গাজীপুর সংবাদদাতা: বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে “হাওর অঞ্চলের জন্য স্বল্প-মেয়াদী ঠান্ডা-সহনশীল ধানের জাত উন্নয়ন” শীর্ষক প্রকল্পের গবেষণা অগ্রগতি ও কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হোমনাথ ভান্ডারি। উল্লেখ্য, কেজিএফ এর অর্থয়ানে ইজজও এবং ওজজও যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে যা ২০২০ থেকে চলমান রয়েছে এবং ২০২৫ সালে শেষ হবে।

কর্মশালায় ইরির রাইস ব্রিডার এবং প্রকল্পের প্রধান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকল্পের গত চার বছরের  ওভারভিউ উপস্থাপনা করেন। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্পের প্রধান (ব্রি অংশ) ড. পার্থ সারথী বিশ্বাস ৪র্থ বছরের (২০২৩-২৪) কার্যক্রম ও গবেষণার ফলাফল এবং পরবর্তী বছরের (২০২৪-২৫) কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। প্রকল্পের গত চার বছরে মোট ১১৫ টি ক্রস নিশ্চিত করা হয়েছে, জএঅ এর মাধ্যমে ৭৩৩৬০ টি কৌলিক সারি (ঋ২-ঋ৫) উদ্ভাবন, খঝঞ ট্রায়াল এর মাধ্যমে ১১৯৭২ টি ফিক্সড লাইন মূল্যায়ণ করা হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ এর পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মো. আক্কাস আলী।

কর্মশালায় প্রধান অতিথি ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ব্রি উদ্ভাবিত একটি অগ্রগামী সারি হাওর অঞ্চলের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করায় ভবিষৎ এ এটি হাওর অঞ্চলের জন্য স্বল্প জীবনকালীন ঠান্ডা সহনশীল ধানের জাত হিসাবে অবমুক্ত হবে। যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় অবদান রাখবে। প্রধান অতিথি কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-কে ধন্যবাদ জানান এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্য। তিনি বিশেষভাবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক এবং সস্প্রসারণ কর্মীদের ধন্যবাদ জানান এবং উল্লেখযোগ্য ফলাফলের জন্য প্রকল্পের ভবিষ্যত পরিকল্পনায় কর্মশালা থেকে আসা পরামর্শগুলিকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

This post has already been read 2811 times!

Check Also

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) …