রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪

শহীদ আবু সাঈদ এর মাজার জিয়ারতে ভ্যাব ও দি ভেট এক্সিকিউটিভ এর নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ -এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ভ্যাব ও দি ভেট এক্সিকিউটিভ এর নেতৃবৃন্দ । সোমবার (১৪ অক্টোবর) উক্ত আয়োজন করা হয়।দোয়া শেষে নেতৃবৃন্দ  আলোচনা সভায় অংশগ্রহন করেন। সভার আগে নেতৃবৃন্দ শহীদ সাঈদের বাড়ীতে তার মাতা মনোয়ারা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন The Vet Executive এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির সাবেক কার্যকরী ভিপি, সাবেক ইর্ন্টানশীপ আন্দোলনের আহবায়ক, ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স এসোসিয়েশন  বাংলাদেশ ব্রাঞ্চ এর কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, ভেটেরিনারি ডক্তরস এসোসিয়েশন অব বাংলাদেশ ভ্যাব কেন্দ্রীয়কমিটির সহ-সভাপতি, ঢাকা মহানগর কমিটির সভাপতি, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য এবং ইলানক ফার্মা এর স্বত্ত্বাধিকারী ডা. মোহাম্মদ আল আমীন। সভায় আবু সাঈদ এর পিতা মো. মকবুল হোসেন, বড় ভাই মো. আবুল হোসেন উপস্হিত ছিলেন।

সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের হত্যার বিচার সহ আহতের সুচিকিৎসা এবং আর্থিক সহায়তা প্রদানের জোর দাবী জানান এবং ভেটেরিনারিয়ানের পেশাগতমান উন্নয়ন এবং ভেটেরিনারি প্রফেশনের ডাইভারসিফিকেশন দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে উদ্দ্যোক্তা উন্নয়নে সহযোগিতা করণের মাধ্যমে সাঈদ , মুগ্ধ, সদ্য সকল শহীদের স্বপ্ন বৈষম্যহীন স্বনির্ভর জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর সাবেক ভিপি, ভ্যাব রংপুর লোকাল চ্যাপ্টার এর সিনিয়র সদস্য ডা. মোশারফ হোসেন। সভাটি সঞ্চালনা করেন ভ্যাব রংপুর লোকাল চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক, এ্যাব রংপুর লোকাল চ্যাপ্টার এর ক্রীড়া সম্পাদক ডা.মো. তাজুল ইসলাম।

সভায় আরো উপস্হিত ছিলেন বাকৃবি ছাত্রদল শাখার ফজলুল হক হলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক ডা. স্বপন চন্দ্র সরকার ইউ এল ও বদরগঞ্জ, ডা. মো. মাহমুদ হোসাইন, ডা. মো. আবু রায়হান, প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন রংপুর এর সভাপতি  ডা. ভূবনানন্দ রায়, ডা. এ এফএম শামীম, ডা. রাফসানজানী, ডা. মমিনুল ইসলাম সহ আরো অনেকে। -সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 3387 times!

Check Also

এইচআইভি/এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের …