বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত নতুন কমিটি ঘোষণা করা হয়। ১২৩ সদস্য বিশিস্ট নতুন কমিটি ৩ বছরের (২০২৪-২০২৭ মেয়াদ) জন্য দায়িত্ব পালন করবেন। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান ভুট্টু নির্বাচিত হন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম আশিফুল ইসলাম আসিফ , সিনিয়র সহ-সভাপতি – ১, রাকিবুর রহমান টুটুল, সিনিয়র সহ-সভাপতি – ২, লতিফুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি -৩ , মালিক ওমর , সিনিয়র সহ-সভাপতি – ৪, আমির হামজা শাতিল ও কোষাধ্যাক্ষ  মেজবাহুল রহমান নির্বাচিত হন ।

এর আগে সকাল ১১ টায় মোহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মালিক মালিক মো. ওমর। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সভায় আগত খামারিদের উন্মুক্ত বক্তব্যের সুযোগ দেয়া হয়। এ সময় তারা ডেইরি সেক্টরে বিদ্যমান সমস্যা নিয়ে তাদের মতামত ও ক্ষোভ তুলে ধরেন। সভায় নুতন কমিটির নেতৃবৃন্দ খামরীদের সকল অমিমাংসিত বিষয় উল্লেখিত মেয়াদের মধ্যে সমাধানের লক্ষে আপ্রান কাজ করে যাওয়ার অংগীকার করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভার আহবায়ক ইকবাল হোসাইন, যুগ্ন আহবায়ক লতিফুর রহমান মিলন, সদস্য সচিব এস. এম  আনোয়ার উল্লাহ, রংপুর মহানগর বিএনপি ও রংপুর বিভাগীয় ডেইরী ফার্মারস এসোসিয়েশন এর আহ্বায়ক এবং শামস ডেইরী ফার্ম এর স্বত্বাধিকারী  মো. সামসুজ্জামান শামু, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, হক ডেইরির (নেত্রকোনা) স্বত্বাধিকারী ডা. মো. কামরুজ্জামান, সাভার ডেইরী ফার্মস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন এর সভাপতি হাসিবুল হাসান (রাসেল) ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেইন, কক্সবাজার ডেইরী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইফতেখারুল হায়দার চৌধুরী, চট্রগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক মো. কাউসার শাহ, রংপুর বিভাগীয় ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ নাসিম আলী কচি, তানজিনা এগ্রো’র (উত্তরখাঁন) মিসেস তানজিনা আক্তার,  শামীম আহমেদ, ইফতেখার আলম, মো. ফরিদ উদ্দিন, এস এম আসিফুল প্রমুখ।

সভায় দেশের ৮ টি বিভাগের প্রায় ৫০০ ডেইরি খামার মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 472 times!

Check Also

ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ আছে -কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, দেশে ইউরিয়া-নন ইউরিয়া সারের যে মজুদ …