শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪

বাংলাদেশের কীটনাশক নীতির জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের বৈধতা দিতে সিলেটে স্টেকহোল্ডারদের সমাবেশ

সিলেট সংবাদদাতা: সিলেটে USAID Feed the Future Bangladesh Policy Link Agricultural Policy Activity প্রোগ্রামের আওতায় দিনব্যাপী Regional Validation Workshop on National Pesticide Policy সিলেট এর অভিজাত হোটেল রোজভিউ এর সেমিনার কক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

খালেদা খানম, সিনিয়র ম্যানেজার, পলিসি এক্টিভিটি এর সঞ্চালনায় শুধীজনদের শুভেচ্ছে জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন-মাহমুদ হাসান, পরিচালক, ফীড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এ্যাক্টিভিটি; টেকসই কৃষি প্রবৃদ্ধি চালনা করার জন্য একটি শক্তিশালী এবং সুসঙ্গত কীটনাশক নীতি কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে কর্মশালার উদ্বোধন করেন।

উক্ত কর্মশালায় কৃষিবিদ মো. মতিউজ্জামান,অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. ছাইফুল আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; তিনি মূল সুপারিশের কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়ে বক্তব্যে বলেন- “আজকের কর্মশালার অন্তর্দৃষ্টি আমাদের কেবল কীটনাশক নীতির ফাঁকগুলি বন্ধ করতে সাহায্য করবে না বরং আন্তর্জাতিক মান পূরণে বাংলাদেশকে অবস্থানে আনতেও সাহায্য করবে, আমাদের কৃষি রপ্তানির জন্য নতুন বাজারের দ্বার উন্মোচন করে।”

উক্ত কর্মশালা বাংলাদেশের কৃষি খাতকে শক্তিশালী করার জন্য এবং এর রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কীটনাশক নীতি এবং সিস্টেমের ফাঁকগুলি সমাধানের উপর কী-নোট উপস্থাপনা করেন-আবু নোমান ফারুখ আহমেদ, কনসালটেন্ট এন্ড প্রফেসর, কীটনাশক নীতি & উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

অংশগ্রহণকারীরা সুপারিশগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য গ্রুপ আলোচনায় ব্যবস্থা করা হয়, তারপরে তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য একটি উন্মুক্ত ফোরাম তৈরি করা হয়। বিশেষজ্ঞ ফ্যাসিলিটেটরা আলোচনায় নির্দেশনা দিয়েছেন, যা একটি পরিমার্জিত নীতি রোডম্যাপের ভিত্তি তৈরি করবে। পূর্বের পরামর্শের মূল ফলাফলগুলি যাচাই করা  এবং কীটনাশক প্রবিধানগুলিকে আপগ্রেড করার জন্য কংক্রিট সুপারিশ প্রস্তাব করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কৃষিবিদ ড. মোঃ সাহিনুল ইসলাম, পরিচালক, প্রশাসন ও অর্থ ইউং; কৃষিবিদ ড. মোহাম্মদ মাহবুবুর রশীদ, উপপরিচালক (প্রশাসন); কৃষিবিদ হাসান ইমাম, উপপরিচালক (রপ্তানি) উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা; কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট। সমাপনী বক্তব্য প্রদান করেন -কৃষিবিদ মো. মতিউজ্জামান, ডিএই সিলেটের অতিরিক্ত পরিচালক, যিনি কৃষক এবং বৃহত্তর অর্থনীতি উভয়ের জন্য উপকৃত নীতি সংস্কারের অগ্রগতিতে অব্যাহত সহযোগিতার আহ্বান জানান।

উক্ত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন সিলেট অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, বিজ্ঞানী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ৫০ টিরও বেশি মূল স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

This post has already been read 752 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …