এগ্রিনিউজ২৪.কম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন নেতৃবৃন্দ। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, সিনিয়র সহ সভাপতি মালিক মোহাম্মদ ওমর ও আমির হামজা শাতিল, সহ সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আসিফুল ইসলাম, আনোয়ারুল্লাহ পাভেল প্রমুখ।
উপদেষ্টা ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন নেতৃবৃন্দ সেক্টরে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যুৎ বিল, গুড়া দুধ আমদানি, গো খাদ্যের উচ্চমূল্য, মাংসের দাম, গরুর জাত, ভ্যাকসিন, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভোক্তা সাধারণের জন্য সুলভ মূল্যে মাংস সরবরাহের উদ্দেশ্যে ২টি সেলস সেন্টার করার প্রস্তাব দেওয়া হয়।
উপদেষ্টা ও সচিব নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ডেইরি ক্যাটল সেক্টরে বিদ্যমান সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।