মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর ড.  মোস্তাফিজ

বশেমুরকৃবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ভিসি হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি.কে. এম মোস্তাফিজুর রহমান। ২৭ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন ভিসি ড. মোস্তাফিজ গত ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রফেসর রহমান ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)  থেকে কৃতিত্বের সাথে   বিএসসি (এজি), ১৯৯৩ সালে  বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ” মৃত্তিকা দূষণ গবেষণা ” বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ২০০৮ সালে বশেমুরকৃবিতে  অধ্যাপক হন।  তিনি  ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে(বিনা) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রফেসর ড.  রহমানের ১০০ এর অধিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। এ পর্যন্ত ২৮ জনের অধিক পিএইচডি ও ৪৮ জন এমএস ছাত্রের সুপারভাইজার হিসেবে কাজ করছেন তিনি।

প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।

This post has already been read 1790 times!

Check Also

বশেমুরকৃবি’তে Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক কর্মশালা

বশেমুরকৃবি সংবাদদাতা: বশেমুরকৃবি’তে আইকিউএসি কর্তৃক Capacity Building for Efficient Laboratory Management and Operations শীর্ষক প্রশিক্ষণ …