বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

পাবনায় রাতের আধারে ১০ লাখ টাকার পেঁয়ারা গাছ কেটে সাবাড়!

পাবনা সংবাদদাতা : পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামের আব্দুল মতিনের দুই বিঘা জমির পেয়ারা বাগানের পেয়ারা গাছ রাতের আধারে কে বা কাহারা কেটে সাবাড় করে দিয়েছে।

এঘটনায় মতিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর রাতে ধলেশ্বর গ্রামে। এতে তার ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ৬ ওয়ার্ডের ধলেশ্বর গ্রামের ডা. মঞ্জরুল কাদের এর নিকট থেকে ৩ বছর মেয়াদে কট নিয়ে ১ হাজার পেয়ারা গাছ রোপন করেন একই গ্রামের লতিফের ছেলে আব্দুল মতিন।

গত ২ নভেম্বর সারাদিন শ্রমিক নিয়ে পেয়ারা বাগান পরিচর্যা করে বাড়িতে চলে যায় মতিন। পরেরদিন সকালে পেয়ারা বাগানে এসে দেখে কে বা কাহারা রাতের আধারে ৮শ ফলনকৃত পেয়ারা গাছ কেটে মাটিতে ফেলে দিয়েছে।

বাগানের প্রতিটি পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে। কয়েক লাখ টাকার পেয়ারা ইতিমধ্যে বিক্রয় করেছি বলে দাবি করেন মতিন।

তিনি বলেন, আরও দশ থেকে পনের লাখ টাকার পেয়ারা বিক্রয় করবো বলে আশা করছি। গত ৩ নভেম্বর কে বা কারা আমার উপর শক্রতা করে আমার বাগানের ৭০০/৮০০ পেয়ারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে। এতে আমার দশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি  হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিন আমাদের এলাকার নিঃসন্দেহে একজন ভালো ছেলে। পেয়ারা গাছগুলো যেই কাটুক না কেন এতো বড় ক্ষতি তার  করা উচিত  হয়নি। এদের শাস্তি হওয়া দরকার বলে মনে করছেন তারা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post has already been read 3058 times!

Check Also

জলঢাকায় সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

বিধান চন্দ্র রায় (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় মাঠের যে দিকে চোখ যায়, সেদিকেই সবুজের সমারোহ। …