আব্দুল কাইউম: পাবনায় মানব দেহের প্রয়োজনীয় উপাদান জিংক সমৃদ্ধ উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।পরে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্টপ্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান।
পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।