গাজীপুর সংবাদদাতা: দেশের একমাত্র প্রাণিসম্পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন ড. শাকিলা ফারুক। আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে তিনি উক্ত পদে যোগদান করেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আদেশ অনুসারে ইনস্টিটিউটের পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুক মহাপরিচালকের প্রদান করা হয়।
ড. শাকিলা ফারুক তাঁর দীর্ঘ কর্মজীবনে মুরগির প্রজনন, বিশেষ করে দেশি মুরগির প্রজনন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও বিজ্ঞানভিত্তিক পালন কৌশল নিয়ে কাজ করে চলেছেন। ১৯৯৯ সালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে এবং ২০২১ সালে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন। তিনি পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
ড. শাকিলা ফারুক তাঁর কর্মজীবনে জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে ৬০ (ষাট) টিরও অধিক বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি পোল্ট্রি পালন, প্রজনন, উৎপাদনশীলতা বৃদ্ধিসহ পোল্ট্রি সংক্রান্ত বিভন্ন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশীয় জাতের লেয়ার স্ট্রেইন (ডিম পাড়া মুরগির জাত) বিএলআরআই লেয়ার-১ (শুভ্রা) ও বিএলআরআই লেয়ার-২ (স্বর্ণা) এবং দেশীয় আবহাওয়া উপযোগী মাংস উৎপাদনকারী মুরগির জাত বিএলআরআই মিট চিকেন-১ (সুবর্ণ) উদ্ভাবনে গবেষক হিসেবে সংযুক্ত ছিলেন। এছাড়াও তিনি কর্মজীবনে প্রায় শতাধিক গবেষণা প্রকল্প প্রণয়ন, তত্ত্বাবধায়ন এবং বাস্তবায়ন করেছেন। এছাড়াও তিনি প্রকল্প পরিচালক হিসেবে “দেশী মুরগি সংরক্ষণ ও উন্নয়ন (২০১২- ২০১৮)” শীর্ষক উন্নয়ন প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছেন।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাফল্যের পরিচয় রাখায় ড. শাকিলা ফারুক ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (BAAG) কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়াও কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে বিএলআরআই কর্তৃক শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত হন।
ড. শাকিলা ফারুক তাঁর কর্মজীবনে অসংখ্য প্রশিক্ষণ অর্জন করেছেন। এর মধ্যে তিনি ২০০৩ সালে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা (JICA) কর্তৃক ফুকুশিমা জাপানের পোল্ট্রি উৎপাদন ও পোল্ট্রি প্রজনন বিষয়ে ০৩ (তিন) মাসের অধিক সময় প্রশিক্ষণ লাভ করেন।
ড. শাকিলা ফারুক ১৯৭২ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকেই প্রখর মেধার পরিচয় রেখে চলেছেন। তিনি ১৯৮৮ সালে মাধ্যমিক এবং ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে পশুপালন অনুষদ হতে স্নাতক এবং ১৯৯৯ সালে ‘অ্যানিম্যাল ব্রিডিং এন্ড জিনেটিকস’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ‘পোল্ট্রি ব্রিডিং’ বিষয়ে তিনি পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন।
আজ সন্ধ্যায় নব নিযুক্ত মহাপরিচালক ড. শাকিলা ফারুক বিএলআরআইতে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিএলআরআই-এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, প্রকল্প পরিচালকগণসহ সকল পর্যায়ের বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইনস্টিটিউটের বিদায়ী মহাপরিচালক ও ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম জাহাঙ্গীর হোসেনকে তাঁর মূল পদে দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।