শুক্রবার , জানুয়ারি ২৪ ২০২৫

গ্রীণ ইভোলুশন প্রকল্প এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: Friends in Village Development Bangladesh (FIVDB) আয়োজনে Welt hunger hilfe (WHH) Bangladesh এর অর্থয়নে Pathways to transforming food system in India, Bangladesh and Nepal Project এর আওতায় দিনব্যাপী Inception Workshop of Green Evolution Project সিলেটস্থ হোটেল ভ্যালি গার্ডেন এর সেমিনার কক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় মুকুল দাস, প্রজেক্ট র্কোডিনেটর, গ্রীণ ইভোলুশন প্রকল্প এর সঞ্চালনায় শুধীজনদের শুভেচ্ছো জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন-ফাহিম সারওয়াত, প্রজেক্ট র্কোডিনেটর, জীবিকা বৃদ্ধি প্রকল্প, এফআইডিবি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন-কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। তিনি বলেন-কৃষি বিভাগ ও অন্যন্য বিভাগের সাথে সমন্বয়ে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তাবায়ন করতে হবে। সিলেট অঞ্চলে সিলেট সদর ও গোয়াইঘাট উপজেলা প্রকল্পের এলাকা অর্ন্তভূক্ত করায় ধন্যবাদ জানান এবং এলাকা বৃদ্ধি করার পরামর্শ দেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষি ও কষকের ফসল উৎপাদন ও বাজারজাতকরণে অর্থনীতি উভয়ের জন্য উপকৃত হবে।

উক্ত কর্মশালা বাংলাদেশের কৃষির উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ গ্রীণ ইভোলুশন প্রকল্পের তথ্য উপস্থাপনা করেন-মামুনর রশিদ, প্রকল্প পরিচালক, গ্রীণ ইভোলুশন প্রকল্প, এফআইডিবি; খাদ্য ব্যবস্থার রুপান্তরের উপর তথ্য উপস্থাপন করেন-শান্তুনু গার্গ, প্রোগাম র্কোডিনেটর, গ্রীণ ইভোলুশন, ভারত, নেপাল ও বাংলাদেশ। অংশগ্রহণকারীদের সুপারিশগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য উম্মোক্ত আলোচনায় ব্যবস্থা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- ড. মো. শহীদুল ইসলাম, অধ্যপক, কৃষি বিশ^বিদ্যালয়, সিলেট; ড. মাহমুদুল ইসলাম নজরুল, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আকবরপুর, মৌলভীবাজার; কৃষিবিদ বিমল চন্দ্র সোম, উপপরিচালক,ডিএই, সুনামগঞ্জ, কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ উপপরিচালক, ডিএই, মৌলভীবাজার।

উক্ত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন সিলেট অঞ্চলের কৃষি বিশ্ববিদ্যালয় ডিএই, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বারটান, এসআরডিআই, বারি, ব্রি, এআইএসের কর্মকর্তাবৃন্দ, এফআইডিবি এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপস্থিত ছিলেন।

This post has already been read 656 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …