বুধবার , জানুয়ারি ১ ২০২৫

পটুয়াখালীর দুমকীতে মাটি পরীক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর দুমকীতে মাটি পরীক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুমকী উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরডিআই, বরিশাল বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআইর বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন, এএমএসটিএল কর্মসূচীর সমন্বয়ক একেএম জগলুল পাশা, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী এবং দুমকী উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কায়েস মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

‘মাটি পরীক্ষা করে সার দিন, সারের অপচয় কমিয়ে অধিক ফসল ঘরে নিন’ এই স্লোগানকে সামনে রেখে চলতি রবি মৌসুমে এসআরডিআইর ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে সারাদেশে চলছে কৃষক সেবা কার্যক্রম। এর অংশ হিসেবে বরিশাল বিভাগের ৪ উপজেলায় এই কার্যক্রম গত ১৭ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। উপজেলাগুলো হলো: নেছারাবাদ, গৌরনদী, দুমকী ও বরগুনা সদর। কর্মসূচিতে মাত্র ২৫ টাকার বিনিময়ে মাটি পরীক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছেন চাষিরা; যার প্রকৃত খরচ ৪শ’ ৪০ টাকা। বাকি ৪ শ’ ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মাত্র ২৫ টাকায়  ফসলি জমির মাটি পরীক্ষা করতে পেরে সুবিধাভোগী কৃষকরা  সন্তোষ প্রকাশ করেন।

This post has already been read 5212 times!

Check Also

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ আয়োজনে আঞ্চলিক কর্মশালা

রাজশাহী সংবাদদাতা: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বিনা …