Thursday , April 3 2025

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা’য় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো. আশরাফুর রহমানের নেতৃত্বে এ অঙ্গীকার করে।

এর আগে আশরাফুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদার এবং স্কাউটসের ময়মনসিংহ বিভাগ রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সিলমন আহমেদ ও সাজ্জাদুল ইসলামের উপস্থাপনায় সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম মূল নিবন্ধ এবং শিক্ষার্থী প্রতিনিধি খোকন মিয়া তারুণ্যদীপ্ত বক্তব্য উপস্থাপন করেন। সভার আয়োজক তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন গড়ার আহবান জানান।

This post has already been read 59178 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …