নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা উদ্ভবিত রবি ফসল ও বোরো ধানের জাত সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জেলার বাবুগঞ্জ উপজেলার ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে (বিনা) এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।
কৃষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, আদর্শ কৃষক মো. কবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. আবুল কালাম আজাদ বলেন, বিনাধান-২৫ বোরোর উচ্চফলনশীল জাত। এর চাল বেশ চিকন। অনেকটা বাসমতির মতো। বাজারমূল্য ভালো। তাই এ জাতের ধান আগামী বোরো মৌসুমে রোপণ করলে কৃষকরা যথেষ্ট লাভবান হবেন।