বৃহস্পতিবার , ডিসেম্বর ৫ ২০২৪

পাবনায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনায় বগুড়া অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা’র আয়োজনে ডাল গবেষণা’র সেমিনার কক্ষে বুধবার (০৪ ডিসেম্বর) কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ এর মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. কবির উদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা; কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া; কৃষিবিদ মো. সাইফুল আজম খান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা; ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রকল্প পরিচালক, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী।

প্রধান অতিথির বক্তব্যকালে মহাপরিচালক বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ২১ টি ফসলের ১৩৪ টি জাত উদ্ভাবন করেছে। বিনা উদ্ভাবিত জাত এবং প্রযুক্তিগুলো দেশের অন্যান্য এলাকার ন্যায় এ অঞ্চলেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এর ফলে এ অঞ্চলের কৃষি অনেক এগিয়ে যাচ্ছে। বিদ্যমান শস্যবিন্যাসে এ জাত এবং প্রযুক্তিগুলো অন্তর্ভূক্তিকরণে কৃষিকে ব্যাণিজ্যিক কৃষিতে রুপান্তরিত করেছে। এতে উৎপাদন বাড়ছে এবং আবাদি জমির উপযুক্ত ব্যবহার হচ্ছে। প্রধান অতিথি আরো বলেন, সম্মিলিত প্রয়াস ও বিজ্ঞানভিত্তিক আলোচনা করে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলোর সমস্যা চিহ্নিত করতে হবে। চিহ্নিত সমস্যার আলোকে অগ্রাধিকারভিত্তিতে সমাধান বের করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ও মুক্ত আলোচনায় বক্তারা বিনা উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি বিস্তারের মাধ্যমে অব্যবহৃত কৃষি জমিতে উৎপাদন বৃদ্ধি করা, কৃষকের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করে ফসল উৎপাদন, মাঠ কার্যক্রম এবং কৃষি ও কৃষকদের সমস্যাসমূহ নিয়ে আলোচনা, জাত এবং প্রযুক্তি বিস্তারে অধিকতর প্রচার প্রচারণা বৃদ্ধি, শস্যবিন্যাসে সঠিক জাতের অন্তর্ভূক্তি, বোনা আমন ধানসহ উন্নত ও সময় উপযোগী জাত উদ্ভাবনসহ বিদ্যমান সমস্যা সমাধানে বিভিন্ন আলোচনা করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন মুহাম্মদ ফেরদৌস ইকবাল, পিএসও এবং ইনচার্জ, বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য জাত ও প্রযুক্তিসমূহের পরিচিতি এবং শস্যবিন্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভূক্তিকরণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন ড. রেজা মোহাম্মদ ইমন, পিএসও, উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা, ময়মনসিংহ এবং বগুড়া অঞ্চলের বিনা’র কার্যক্রম উপস্থাপনা করেন কৃষিবিদ মো. রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রদর্শনীভুক্ত কৃষক/কৃষাণী, এনজিও প্রতিনিধিসহ ১০০ জন উপস্থিত ছিলেন।

This post has already been read 71 times!

Check Also

সিলেট অঞ্চলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেট অঞ্চল, সিলেটের আয়োজনে ২০২৪-২৫ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প …