শনিবার , জানুয়ারি ১১ ২০২৫

রাজশাহীতে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল, রাজশাহী অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের  উপপরিচালক কৃষিবিদ ড. মো: মোতালেব হোসেন । প্রধান  তিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: শামসুদ্দিন মিঞা, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শাহ্ সাইদুর রহমান।

কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালকের পক্ষ হতে তার জেলাধীন কৃষিতে যন্ত্রপাতির প্রযুক্তি, স্থানীয় যন্ত্রপাতি উৎপাদন, যন্ত্র বহারকারী তথ্য জেলার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর কার্যক্রম, ভর্তুকীতে বিতরণকৃত কৃষি যন্ত্রপাতি এবং সর্বশেষ কৃষি যন্ত্রপাতির প্রাপ্ত তথ্যের প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এবং কৃষির অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তলে ধরে।

প্রধান অতিথি জানান, রাজশাহী অঞ্চলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণে ব্যবহার বাড়ছে। কৃষি যান্ত্রিকীকরণ আরো বাড়াতে হবে। তাহলে চাষিগণ লাভবান হবে ও উৎপাদন বৃদ্ধি পাবে। এজন্য যন্ত্রপাতি সহজ প্রাপ্তি নিশ্চিত করার জন্য প্রেয়োজনীয় আরো পদক্ষেপ নিতে হবে। চলমান আবাদ সম্পর্কে তাঁর মতামত ও উপস্থিতিদের মতামত নিয়ে আলোচনা করেন। এছাড়া কৃষি আধুনিকীকরণে জন্য সবাইকে সচেষ্ট থাকতে অনুরোধ জানান। এছাড়া উক্ত কর্মশালার উন্মুক্ত আলোচনায় রাজশাহী অঞ্চলে কৃষির  উন্নয়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায়, কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা যান্ত্রিকীকরণে সমস্যা ও উত্তরণের উপায় সম্ভাবনা বিষয়ক বিভিন্ন আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ, অঞ্চলের ৪ টি জেলার উপজেলা কৃষি অফিসার, কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিএডিসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট, ফল গবেষণা এবং কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভাগ কৃষক ও উদ্যোক্তা, ব্যবসায়ি ও অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তরের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2786 times!

Check Also

সিলেট অঞ্চলে দুই দিনব্যাপি এআইসিসি সংশ্লিষ্ট/প্রগতিশীল কৃষকগণের প্রশিক্ষণ

সিলেট সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কর্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত ‘সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে …