বৃহস্পতিবার , ডিসেম্বর ১২ ২০২৪

দেশের মানুষের কল্যাণে IFPRI এর গবেষণা অব্যহত রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তাঁর অফিস কক্ষে  বাংলাদেশে নিযুক্ত  IFPRI এর দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

IFPRI এর পক্ষ থেকে  বাংলাদেশে তাদের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা  সম্পর্কে  খাদ্য উপদেষ্টাকে অবহিত করেন।

খাদ্য উপদেষ্টা এদেশে  IFPRI এর গত পঞ্চাশ বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যহত থাকবে এবং এ সকল গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

This post has already been read 119 times!

Check Also

যশোরের ঝিকরগাছায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত চাষাবাদ শুরু

মিঠুন সরকার (যশোর) :গতানুগতিক কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নানা মূখী উদ্যোগ গ্রহণ করছে …