শনিবার , জানুয়ারি ১১ ২০২৫

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের সহযোগিতায়  বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প  এর আওতায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অর্ন্তভূক্তিকরণে করণীয় শীর্ষক “ আঞ্চলিক কর্মশালা”  আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার এর প্রশিক্ষণ হলরুমে গতকাল  (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

কর্মশালায়  ড. মো. আবুল কালাম আজাদ, মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন-ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সচিব, কৃষি মন্ত্রণালয়।

তিনি বলেন, বিনা সহ ও অন্যান্য গবেষণা প্রতিষ্টানের উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ এলাকা ভিত্তিক শস্যবিন্যাসের শ্রেণীকরণ এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। সবার একই উদ্দেশ্য কৃষির সার্বিক উন্নয়ন করা। সিলেট অঞ্চলে অনাবদি বা পতিত জমি ও টিলায় কী কী ফসল উৎপাদন করা যায়, সেচের সমস্যা, ফসলের নিবিড়তা বাড়ানোর বিষয়গুলো সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি এলাকা ভিত্তিক ফসল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অর্ন্তভূক্তিকরণে করণীয় বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, হর্টিকালচার বিভাগ, বিনা, ময়মনসিংহ। সিলেট অঞ্চলের হওরের জলাবদ্ধতা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, সেচ সংকট ও মাটি ব্যবস্থাপনাসহ নানা সমস্যার কথা উল্লেখ করে ফসলের জাত নির্ধারণ, চাষাবাদ, ফসল উৎপাদন এবং বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের নানা কৌশল তুলে ধরেন।

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার তথ উপস্থাপন করেন- কৃষিবিদ দ্বীপক কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, হবিগঞ্জ এবং কৃষিবিদ মোঃ ফরহাদ মিয়া, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ও ডিএই, মৌলভীবাজার।

ড. রেজা মোহাম্মদ ইমন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ প্রজনন বিভাগ, প্রধান কার্যালয়, ময়মনসিংহ এর  সঞ্চালায় সুধীজনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন – ড. মোহাম্মদ আশিকুর রহমান, উপপ্রকল্প পরিচালক, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ড. শরিফুল হক ভূঞা, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বিনা, ময়মনসিংহ; কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট; কৃষিবিদ ড. মাহমুদুল ইসলাম নজরুল, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, আকবরপুর, মৌলভীবাজার; কৃষিবিদ মো: জালাল উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, সিলেট; ড. মোহাম্মদ মাহাবুবুর আলম তরফদার, প্রকল্প পরিচালক, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প; কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ, উপপরিচালক, ডিএই, মৌলভীবাজার; কৃষিবিদ মো. আক্তরুজ্জামান, উপপরিচালক, ডিএই, হবিগঞ্জ।

ফসল উৎপাদনের জন্য বোরো মৌসুমে বিনাধান ১০, বিনাধান ২৪ ও বিনাধান ২৫, আমন মৌসুমে বিনা ২৩, উঁচু জমির জন্য বিনা ১৭ ও জিংক ও আয়রন সমৃদ্ধ বিনা ২০, আউশ মৌসুমের জন্য বিনা ১৯, রবি মৌসুমের জন্য বিনা সরিষা ৪, বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১, বিনা খেসারী ১, বিনা মসুর ডাল ৮, বিনা চিনাবাদাম ৪ ও ৮, বিনা টমেটো ১০, বিনা হলুদ ১, বিনা লেবু ১ এসব জাতের ফসল চাষের পরামর্শ দেওয়া হয়।

দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ডিএই, এআইএস, ব্রি, এসআরডিআই, বিনা, বিএডিসি, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীজ ডিলার ও প্রগতিশীল কৃষকগণ অংশগ্রহণ করেন।

This post has already been read 9819 times!

Check Also

সিলেট অঞ্চলে দুই দিনব্যাপি এআইসিসি সংশ্লিষ্ট/প্রগতিশীল কৃষকগণের প্রশিক্ষণ

সিলেট সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কর্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত ‘সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে …