শনিবার , মার্চ ১ ২০২৫

এগ্রো বিজনেস ডাইরেক্টরীতে কোম্পানীর প্রোফাইল ও বিজ্ঞাপন দেয়ার সময় বাড়ানো হয়েছে

এগ্রো বিজনেস ডাইরেক্টরী ২০২৫ এ আপনার কোম্পানী/প্রতিষ্ঠানের পণ্য প্রচারের বিজ্ঞাপন দেন নি তাঁরা আগামী ১৫/০১/২০২৫ ইং তারিখের মধ্যে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইলো। এরপর আর কোন কোম্পানীর তথ্য সংযোজন করা সম্ভব হবে না।

এই ডাইরেক্টরীর মধ্যে আপনি বাংলাদেশের প্রতিষ্ঠিত ভেটেরিনারি মেডিসিন কোম্পানি, ফিড মিল, হ্যাচারি, কৃষি খাতে যন্ত্রপাতি প্রস্তুতকারক কোম্পানি, ভেটেরিনারি ডাইগোনেস্টিক সার্ভিস প্রদানকারী, লাইভস্টক সংক্রান্ত তথ্য, পেট ক্লিনিক, ডিম উৎপাদনকারী কোম্পানি, ফ্রোজেন ফুড বিক্রয় কোম্পানি, সার ও বীজ উৎপাদন কোম্পানি, রাইস মিল,  কৃষি বিশ্ববিদ্যালয় এবং পোল্ট্রি মেডিসিন বিক্রেতাদের বিস্তারিত তথ্য পাবেন। আমি বিশ্বাস করি, এই তথ্য সমূহ কৃষি খাতের সাথে যুক্ত সকল স্তরের মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে।

“এগ্রোা বিজনেস ডাইরেক্টরী” আগামী ২০ শে ফেব্রæয়ারী ২০২৫ ইং সালে ওয়ার্ল্ড পোল্ট্রি  সাইন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার (ডচঝঅ-ইই)  উদ্দ্যোগে ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের ১ম দিনে প্রকাশিত হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 8776 times!

Check Also

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প …