এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় এর সাথে সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
গতকাল (১ জানুয়ারি) বুধবার নতুন বছরের প্রথমদিনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত মহাপরিচালক যথাক্রমে ড. মো. আবু সুফিয়ান ও ড. মো. আবদুর রউফ কে ফুল ও অভিনন্দন কার্ড দিয়ে শুভেচ্ছা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের মোঃ আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ,রেগুলেটরি এফেয়ার্স এন্ড লজিস্টিকস) ও মো. মেহেদি হাসান (এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)।এসময় ডিজি মহোদয়গণ সেক্টরের অগ্রজ সেনানী হিসাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে সেক্টরের জনকল্যাণমূলক কাজে স্কয়ারের ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত স্কয়ারের কর্মকর্তাগণ দেশের প্রাণিজখাতের মহাগুরুত্বপূর্ণ এই দুই সেক্টরের নবনিযুক্ত ২ ডায়নামিক ডিজির তত্বাবধানে ও সঠিক দিকনির্দেশনায় এই দুটি খাত অনেকদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন