রবিবার , জানুয়ারি ৫ ২০২৫

প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের ডিজিদ্বয়ের সাথে স্কয়ার এগ্রোভেট প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষ্যৎ

Blue Gradient Modern Freelancer YouTube Thumbnail – 1

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় এর সাথে সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

গতকাল (১ জানুয়ারি) বুধবার নতুন বছরের প্রথমদিনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত মহাপরিচালক যথাক্রমে ড. মো. আবু সুফিয়ান ও ড. মো. আবদুর রউফ কে ফুল ও অভিনন্দন কার্ড দিয়ে শুভেচ্ছা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের মোঃ আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ,রেগুলেটরি এফেয়ার্স এন্ড লজিস্টিকস) ও মো. মেহেদি হাসান (এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)।এসময় ডিজি মহোদয়গণ সেক্টরের অগ্রজ সেনানী হিসাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে সেক্টরের জনকল্যাণমূলক কাজে স্কয়ারের ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় উপস্থিত স্কয়ারের কর্মকর্তাগণ দেশের প্রাণিজখাতের মহাগুরুত্বপূর্ণ এই দুই সেক্টরের নবনিযুক্ত ২ ডায়নামিক ডিজির তত্বাবধানে ও সঠিক দিকনির্দেশনায় এই দুটি খাত অনেকদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন

This post has already been read 162 times!

Check Also

বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার …