নাহিদ বিন রফিক (বরিশাল): মাদারীপুরে আধুনিক হর্টিকালচার: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) হর্টিকালচার সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত কৃষি সচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আকন্দ, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী প্রফেসর ড. এম এ রহিম এবং মাদারিপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার উইংয়ের অতিরিক্ত পরিচালক কেজেএম আব্দুল আউয়াল, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ডিএইর সাবেক পরিচালক ড. সাইফুল ইসলাম, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আসুতোষ দাস, রংপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. আবু সায়েম প্রমুখ।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের দেড় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, একই এলাকায় সব ধরনের ফসল চাষ করতে হবে, এমনটি নয়। যেখান যেটা ভালো হয় তাই করা দরকার। আগামী ত্রিশ বছরে কৃষিকে কোথায় নিয়ে যেতে হবে, তা এখনই পরিকল্পনা করতে হবে। সেভাবে কাজ করলে কৃষি অনেক এগিয়ে যাবে। আর সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব। এর আগে তিনি ক্যাম্পাসে একটি উন্নত জাতের লেবু চারা রোপণ করেন।