মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫

পোলট্রি খামার বিচিত্রা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক কামাল আহম্মদ-এর আজ ১ম মৃত্যুবার্ষিকী

আজ ০৫ জানুয়ারী ২০২৫ পোলট্রি খামার বিচিত্রা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক কামাল আহম্মদ-এর মৃত্যুর ১ম বছর। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাংলাদেশের পোল্ট্রি শিল্পের তথ্য প্রবাহের দিক নির্দেশক কামাল আহম্মদ। গত ০৫ জানুয়ারী ২০২৪ সকাল ৯: ৩০ মিনিটে তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পোলট্রি খামার বিচিত্রাসহ একাধিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী এবং ভক্ত অনুরাগী ও পাঠক রেখে গিয়েছিলেন।

১৯৯২ সালের মাঝামাঝি সময় থেকে দেশের প্রথম পোল্ট্রি বিষয়ক একটি ট্যাবলয়েড পত্রিকা এবং একটি ম্যাগাজিন প্রকাশিত হত। কিন্তু সরকারি অনুমোদন না থাকায় এগুলোর কোনটাই ৩/৪ সংখ্যা প্রকাশের পর আর প্রকাশিত হয়নি। এ সময় কামাল আহম্মদ ব্যক্তিগতভাবে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। ঠিক এ সময়েই-তিনি মানিকগঞ্জে একটি ব্রয়লার ফার্মের সাথে জড়িত হলেও ব্রয়লার বাচ্চা প্রাপ্তিসহ অন্যান্য ইনফরমেশন পাওয়া তখন খুবই দূরুহ ব্যাপার ছিল। তখন তিনি আরো কয়েকজনের সাথে মিলে দেশে একটি পোল্ট্রি বিষয়ক পত্রিকা বের করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক পোলট্রি খামার বিচিত্রা নামে মাসিক ম্যাগাজিনের ডিক্লারেশন নিয়ে ডিসেম্বর মাসে একটি প্রস্তুতিমূলক সংখ্যা প্রকাশ করেন। এরপর ১৯৯৩ সালের জানুয়ারি থেকে নিয়মিতভাবে গত ৩২ বছর ধরে পোলট্রি খামার বিচিত্রা প্রকাশিত হয়ে আসছে। ২০২৫ সালের জানুয়ারীর সংখ্যার মধ্য দিয়ে পোলট্রি খামার বিচিত্রা ৩৩ বছরে পদার্পণ করেন।

পোলট্রি খামার বিচিত্রা’র সম্পাদক হিসেবে কামাল আহম্মদ ডড়ৎষফ’ং চড়ঁষঃৎু ঝপরবহপব অংংড়পরধঃরড়হ-ইধহমষধফবংয ইৎধহপয (ডচঝঅ-ইই)-এর প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ থেকে ডচঝঅ-ইই-এর প্রথম সদস্য (আইডি নং ৬৯১৭)। দীর্ঘ ২৬ বছর ধরে তিনি নিরবচ্ছিন্নভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন। এখানে ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত তিনি নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। পোলট্রি খামার বিচিত্রা’র পক্ষ থেকে কামাল আহম্মদ ২০০৪ সালের ৩১ শে জানুয়ারি, শনিবার WPSA-BB-এর সাথে যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বার্ডফ্লু গুজবের বিরুদ্ধে গণ মাধ্যমের সহযোগিতা কামনা করেছিলেন। ডচঝঅ-ইই-এর প্রতিষ্ঠা লগ্ন থেকে একে এবং এর কার্যক্রমকে তার লেখনী দ্বারা পোলট্রি খামার বিচিত্রা’র মাধ্যমে চৎড়সড়ঃব করে আসছিলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এ প্রতি ১ বছর অন্তর অনুষ্ঠেয় পোল্ট্রিসহ প্রানিজ কৃষি শিল্পের এশিয়ার বৃহত্তম প্রদর্শনী ঠওঠ অঝওঅ সফল করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের প্রানিজ কৃষিজ সম্পর্কিত সাংবাদিকদের নিয়ে থাইল্যান্ডে ঔড়ঁৎহধষরংঃ চৎড়মৎধসসব-এর আয়োজন করা হয়েছিলো। এ প্রোগ্রামে পোলট্রি খামার বিচিত্রাসহ ভারত, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, হংকং, চীন, লাওস, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, নেদারল্যান্ড এবং থাইল্যান্ডের প্রানিজ কৃষিজ সম্পর্কিত ম্যাগাজিন ও দৈনিক পত্রিকার সর্বমোট ৪৭ জন সাংবাদিককে আমন্ত্রণ (ব্যাংকক যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয়ভার বহন করা হয়) জানানো হয়েছিলো। ২০০৪ সালের ৭, ৮, ৯ ডিসেম্বর সময়ে VIV-ASIA কর্তৃক আয়োজিত Journalist Programme -এ অংশগ্রহণকালে কামাল আহম্মদ থ্যাইল্যান্ড-এর CP (CPF)-এর প্রেসিডেন্ট Mr. Adirek Sripratak -এর সাথে বাংলাদেশ ও থাইল্যান্ড-এর পোল্ট্রি শিল্প সম্পর্কিত বিষয় নিয়ে মতবিনিময় করেছিলেন। এটি এশিয়ার কৃষি বিষয়ক পত্র-পত্রিকা গুলোর মধ্যে পোলট্রি খামার বিচিত্রাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এ প্রতি ১ বছর পর পর অনুষ্ঠেয় VICTAM ASIA নামের এশিয়ার বৃহত্তম ফিড এডিটিভ এবং অ্যানিমেল ফিড টেকনোলজি সম্পর্কিত প্রদর্শনী সফল করার জন্য ২০১৫ সালের নভেম্বর মাসে প্রথমবারের মত বাংলাদেশের পোলট্রি খামার বিচিত্রা’র প্রধান সম্পাদক কামাল আহম্মদসহ এশিয়ার ১৭টি দেশের ২৮জন সাংবাদিককে ব্যাংকক-এ আমন্ত্রন জানানো হয়েছিলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট মেম্বার কামাল আহম্মদ একই বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানি প্রফেসর ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং প্রফেসর ড. তালুকদার মনিরুজ্জামান-এর অধীনে এমফিল গবেষণা কাজ করেন (যদিও এমফিল ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দুইজন সম্মানিত সুপারভাইজারের ভিতর সমন্বয় সাধন করে থিসিস লেখা/জমাদান/ডিফেন্ড করা সম্ভব হয়নি)। পেশাগত প্রয়োজনে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বিভিন্ন সময়ে পোলট্রি খামার বিচিত্রা’র জন্য দেশীয় প্রানিজ ও কৃষি শিল্পের প্রভাবশালী পেশাজীবিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী পেশাজীবিদের Interviwe  নিয়েছেন, যা পোলট্রি খামার বিচিত্রা’য় ছাপা হয়।

দেশে কৃষি সাংবাদিকতার চর্চা ও পোল্ট্রি সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য বর্ষীয়ান কৃষি সাংবাদিক কামাল আহম্মদকে গত ১৬ মার্চ ২০২৩ বৃহষ্পতিবার সকালে রাজধানীস্থ বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছিলো।  এছাড়া তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক পেশাজীবী সংগঠন বাংলাদেশ লাইভস্টক সোসাইটি কর্তৃক ক্যাটালিস্ট মিডিয়া পার্সন ইন প্রিন্ট মিডিয়া সম্মানে ভূষিত করে লাইভস্টক অ্যাওয়ার্ড ২০২২ পদক প্রদান করেছিলেন।

মানুষের কর্মসংস্থান তৈরিতে কামাল আহম্মদ একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। মৃত্যুর পূর্বে তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য মোটর নিউরন ডিজিজ (MND)-এ ভুগছিলেন। সর্বশেষ রাজশাহীতে প্রায় দুই মাস আকু প্রেসার চিকিৎসা নিয়েছিলেন কামাল আহম্মদ। জানাজা নামায শেষে তাকে রাজধানীস্থ বনানী কবরস্থানে দাফন করা হয়।

কামাল আহম্মদ-এর মৃত্যুতে দেশের লাইভস্টক সেক্টরের বিভিন্ন ব্যাক্তিবর্গ শোক জানিয়েছেন। পাশাপাশি শোক জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদস্থ কর্মকর্তাগণসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

This post has already been read 135 times!

Check Also

এইচআইভি/এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের …