বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহ র‌্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে -ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব

সিকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ”ওরিয়েন্টেশন-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী প্রফেসর ড. মো. ওমর শরীফ ও সহযোগী প্রফেসর ড. ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনা করলে সফলতা আসবেই এবং পড়ালেখার বিকল্প নাই। তিনি শিক্ষার্থীদের সকলের কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে বলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহ র‌্যাগিং ও মাদকমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন, শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন যাতে গবেষণা কার্যক্রম আরো বেগবান হয়।

প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের নির্ভয়ে পড়াশুনার জন্য সকল সুযোগ-সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞানীদের নিরলস গবেষণার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, দেশ গঠনে যারা অবদান রেখেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। তিনি আরো বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার কখনো সফলভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হয় না ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী  বলেন, জুলাই বিপ্লবের পূর্বে আমরা দেখেছি শিক্ষিত সমাজের যে যত বড় পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সে তত বড় দুর্নীতিবাজ। এই কলুষিত পরিবেশ হতে বের হয়ে নতুন আঙ্গিকে দেশকে গড়ে তুলতে নবীণ শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

This post has already been read 458 times!

Check Also

মায়ের ওপর বড় কোন শেফ নাই – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের অনুষ্ঠানে অনেক শেফের কথা বলা …