শনিবার , মার্চ ১ ২০২৫

পবিপ্রবি’তে ওয়াপসা-বিবি’র বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবি সংবাদদাতা: ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন -বাংলাদেশ শাখা (WPSA-BB) -এর আয়োজনে বরিশালে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি (শনিবার) পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকি ক্যাম্পাস অডিটরিয়ামে  উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর এর বরিশাল বিভাগীয় পরিচালক  ডা. মো. লুৎফর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ এর এক্সিকিউটিভ মেম্বার ডা. মোহাম্মদ আল আমীন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রফেসর মো. আব্দুর লতিফ, ট্রেজারার , পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল  এবং  মো. জিল্লুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর সুগন্ধা গ্রুপ অব ইন্ড্রাট্রিজ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. এ কে এম মোস্তফা আনোয়ার সোহেল, প্রফেসর মাক্রোবায়োলজী এন্ড পাবলিক হেলথ বিভাগ, এএনএসভিএম অনুষদ পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ এর এক্সিকিউটিভ মেম্বার মো. জাকারিয়া ইসলাম এবং মোহাম্মদ নাজমুস সাকিব হামিম,বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত খামারীবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কোম্পানিতে কর্মরত ভেটেরিনারিয়াগন, পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম এর শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে।

This post has already been read 855 times!

Check Also

বাকৃবির গবেষণায় যুক্ত হবে শিক্ষার্থীরা, বরাদ্দ বাড়ানোর দাবি

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে এবার যুক্ত হবে …