Thursday , April 3 2025

চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উদযপান

চট্টগ্রাম সংবাদদাতা: বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ আইএসডিই বাংলাদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) এর সহযোগিতায় বুধবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উপলক্ষে নানা কর্মসুচির মাধ্যমে প্রাণবন্ত উদযাপন আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ঐক্য প্রদর্শিত হয় এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তি বিনিয়োগের আহ্বান জানানো হয়।

“নবায়নযোগ্য, সমৃদ্ধি এবং টেকসইতা” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বাংলাদেশের শক্তির ক্ষেত্রের রূপান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চীন এর সাথে সবুজ প্রবৃদ্ধির জন্য অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “এই দিবস উদযাপনটি সাংস্কৃতিক ঐক্য স্থাপন করে এবং আমাদের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরে।”

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রামের যুগ্ন আহবায়ক ও অধিকার চট্টগ্রামের প্রধান মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর বলেন, “চট্টগ্রামের গতিশীল প্রবৃদ্ধি টেকসই শক্তি সমাধান প্রয়োজন। যৌথ প্রচেষ্টা একটি টেকসই ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারে।”

জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, ক্যাব যুব গ্রুপ গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর মেন্টর আবু হাসান আজমীসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করে, যারা বাংলাদেশের একটি সবুজ ভবিষ্যতের জন্য তাদের সমর্থন জানিয়েছেন।

This post has already been read 6351 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …