মঙ্গলবার , মার্চ ৪ ২০২৫

সিলেট অঞ্চলে বীজের মান উন্নয়নে এসসিএ এবং অংশীজনের ভূমিকা শীর্ষক ‘সেমিনার’

সিলেট সংবাদদাতা: আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস, সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়েজিত বীজের মান উন্নয়নে এসসিএ এবং অংশীজনের ভূমিকা শীর্ষক ‘সেমিনার’ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কদমতলী, সিলেট এর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ জালাল উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (অ.দা), সিলেট অঞ্চল, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ ড. মো. সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর; তিনি বলেন-ফসল উৎপাদনের মূল ভিত্তি হলো বীজ, যে কোন ফসলের বীজের মান উন্নয়নে মানসম্পন্ন বীজ উৎপাদনকারী, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং প্রত্যয়নকারীর  ভূমিকা  তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন-কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, উপপরিচালক (প্রশাসন), বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর। বীজ আইন ২০১৮, বাজার মনিটরিং, বীজের মান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় এর উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ মাশরেফুল আলম, উপজেলা কৃষি অফিসার, গোলাপগঞ্জ এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট; মো. হুমায়ন কবীর, উপপরিচালক (বীজ বিপণন) বিএডিসি,সিলেট অঞ্চল, সিলেট; অনুষ্ঠানের শুরুতে কুরআন তেওয়াত করেন-আ.ন.ম বোরহান উদ্দিন ভূঞা, এআইসিও,কৃষি তথ্য সার্ভিস, সিলেট, গীতা পাঠ করেন- কৃষিবিদ কনক চন্দ্র রায় , উপজেলা কৃষি অফিসার, বিশ^নাথ, সিলেট।

উক্ত সেমিনারে বীজ প্রত্যয়ন এজেন্সির অঞ্চলের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিসের এর কর্মকর্তাবৃন্দ ও নির্বাচিত বীজ উৎপাদনকারী, বীজ ডিলারগণ ও কৃষকগণ অংশগ্রহণ করেন।

This post has already been read 3497 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-১১’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাসরিষা-১১’র সাথে বারি সরিষা-১৪ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও …