মঙ্গলবার , মার্চ ৪ ২০২৫

রাজশাহীতে রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে ইমামদের নিয়ে ৫ দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে এক সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১:০০ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা. মো: আসেম আলী। উল্লেথ্য প্রশিক্ষণে বিভাগের ১০০ জন ইমাম অংশগ্রহণ করেন।

This post has already been read 6169 times!

Check Also

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প …