Tuesday , April 8 2025

দেশে পৌঁছেছে ভারত ও মায়ানমারের আরো সাড়ে ৩০ হাজার মে.টন চাল!

নিজস্ব প্রতিবেদক: মায়ানমার থেকে ২৩ হাজার  মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫ শত মেট্রিক টন আমদানিকৃত চাল  নিয়ে দুটি  জাহাজ আজ (৩১ জানুয়ারি) চট্টগ্রাম এবং মংলা  বন্দরে পৌঁছেছে-নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয় সূত্র।

জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২৩ হাজার  মেট্রিক টন আতপচাল   নিয়ে mv PTV AROMA এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে mv ALPHA জাহাজ দুটি যথাক্রমে   চট্টগ্রাম এবং মংলা  বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চাল  দ্রুত  খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সূত্র।

এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৮ হাজার ৫ শত এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি  জাহাজ আগামীকাল শনিবার  এবং আগামী রবিবার মংলা বন্দরে পৌঁছাবে।

This post has already been read 5468 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …