মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : রাজশাহীতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস)” কর্তৃক আয়োজিত “বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-২০২৫ ” অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাজশাহী অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো: মোতালেব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওবায়দুর রহমান মন্ডল, পরিচালক, সরেজমিন উইং,ডিএই, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. পলাশ সরকার, উপপরিচালক, ডিএই, চাঁপাইনবাবগঞ্জ, ও মোছা: উম্মে ছালমা, উপপরিচালক, ডিএই, রাজশাহী।
অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন ড. মুহাম্মদ এমদাদুল হক, প্রকল্প পরিচালক, এসএসিপি-রেইনস, ডিএই । এবং প্রকল্প পরিচালক তার প্রকল্পের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের কৃষকদের পুষ্টির মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় প্রকল্পভুক্ত উপজেলার কৃষি অফিসারগণ তাদের উপজেলার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। সভায় উপস্থিত কৃষকবৃন্দ প্রকল্প বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুষ্টির দিক বিবেচনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি । মানসম্পন্ন পুষ্টি পেতে হলে ফসল নির্বাচন, উৎপাদন প্রক্রিয়াজাত করণ ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষকদের জ্ঞান লাভের প্রয়োজন রয়েছে। এই প্রকল্প পুষ্টিমান বৃদ্ধি এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, এডিডি, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ; ডিডি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর , রাজশাহী, কৃষি বিপণন অধিদপ্তর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগন, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্প ভুক্ত কর্মকর্তাবৃন্দ, কৃষক কৃষাণী ভাই-বোনেরা এবং কৃষি তথ্য সার্ভিসসহ প্রায় ১২৫ জন।