বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫

বেসরকারি ভেটেরিনারিয়ানদের কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান

বিশেষ সংবাদদাতা: দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বেসরকারি ভেটেরিনারিয়ানদের কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ানের সঙ্গে মতবিনিময় করেছেন দ্য ভেট এক্সেকিউটিভ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই সভায় দ্য ভেট এক্সেকিউটিভের সভাপতি ডা. মো. রেজাউল করিম মিয়া ৫ই আগস্ট পরবর্তী পটভূমি উপস্থাপন করেন এবং সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় সংগঠনের মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন দেশের সাড়ে ৭ হাজার প্রাইভেট ভেটেরিনারিয়ানদের জন্য মানসম্মত কর্মপরিবেশ গঠনে নীতিমালা প্রণয়নের গুরুত্ব আরোপ করেন। তিনি ভেটেরিনারি পেশার বহুমুখী সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র সৃষ্টির আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে পাবলিক ও প্রাইভেট ভেটেরিনারিয়ানদের একসঙ্গে কাজ করা জরুরি। তিনি প্রাইভেট ভেটেরিনারিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. এইচ এম নজমুল হক, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম, সহসভাপতি ডা. মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহজাহান সাজু, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম স্বরন এবং উপদেষ্টা ডা. কবির উদ্দিন আহমেদ।

এছাড়া, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. তারেক হোসেন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান মতবিনিময় সভায় তাদের মতামত প্রদান করেন।

সভায় নেতৃবৃন্দ প্রাইভেট ভেটেরিনারিয়ানদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দেন এবং নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

This post has already been read 18 times!

Check Also

এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা

এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নবগঠিত কমিটি গত ৯ ডিসেম্বর উত্তরাস্থ হোটেল সী শেলে প্রথম …