বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে প্রতিষ্ঠালগ্ন থেকে ৪ হাজার ৫ শত ৩৭ টি গবেষণা প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রায় ৬ শত ৭৪ টি র অধিক গবেষণা প্রকল্প চালু রয়েছে।
প্রতিবছর প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মশালায় চলমান এসব গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ দিন ব্যাপি গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা ২০২৩-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারী)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাউরেসের সম্মেলন কক্ষে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।
বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এবছরের কর্মশালাটি ‘বাংলাদেশে জলবায়ু সহনশীল কৃষিকে উৎসাহিত করা: কৃষি গবেষণা ও শিক্ষা ব্যবস্থার পুনর্নিমাণ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান আরও বলেন, এবারের কর্মশালায় এইচ-ইনডেক্স মানের উপর ভিত্তি করে ১৭ জন গবেষককে ‘ গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হবে। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এবছর মোট ২৩ টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। ২৩ টি টেকনিক্যাল সেশনের মধ্যে ২১ টি মৌখিক সেশন ও ২ টি পোষ্টার সেশন থাকবে। টেকনিক্যাল কমিটির ম‚ল্যায়নের ভিত্তিতে মোখিক সেশনে ২১ জনকে সেরা উপস্থাপনকারীকে পুরষ্কৃত করা হবে। এছাড়াও ২ টি পোষ্টার সেশন থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরষ্কৃত করা হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ.কে ফজলুল হক ভূইয়াঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. নাথুরাম সরকার এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) চেয়ারম্যান ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
এছাড়াও এবছর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত পাঁচ জন গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫ এবং ২০২৪ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে স্ট্যানফোর্ড-এলসেভিয়ায়ের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় ০৮জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।