শুক্রবার , ফেব্রুয়ারি ২১ ২০২৫

প্রফেসর গোলাম হাফিজ কেনেডিকে ইউট্যাব সিকৃবি ইউনিটের অভিনন্দন

সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত মহাসচিব প্রফেসর এএসএম  গোলাম হাফিজ কেনেডিকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডি  অত্যন্ত সৎ, পরীক্ষিত ও দূরদর্শী পেশাজীবী নেতা। দেশের সামগ্রিক অগ্রগতিতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব ইউনিট বিশ্বাস করে, নবনির্বাচিত নেতৃত্ব মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্যকে দৃঢ়ভাবে ধারণ করে কৃষি ও কৃষকের কল্যাণের জন্য নিরলস কাজ করবেন। তাদের নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সাফল্য কামনা করেন

This post has already been read 105 times!

Check Also

বাকৃবিতে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণ

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল …