শুক্রবার , ফেব্রুয়ারি ২১ ২০২৫

রাত পোহালেই শুরু ‘১৩তম আন্তর্জাতিক  পোল্ট্রি শো-২০২৫’

নিজস্ব প্রতিবেদকৃ : রাত পোহালেই শুরু হবে বহুল আকাঙিক্ষত ‘১৩তম আন্তর্জাতিক  পোল্ট্রি শো-২০২৫’। পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত মেলা চলবে টানা তিন (২০-২২ ফেব্রুয়ারি)।  ঢাকায় হতে যাচ্ছে ‘১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো’। বিশ্বের ১৭টি দেশের শতাধিক প্রতিষ্ঠান এ শো-তে অংশ নেবে। ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা- ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ এই মেলার আয়োজন করেছে।

দেশের মানুষের আমিষের  চাহিদা মেটাতে এবং পোল্ট্রি খাতকে আরো আধুনিক ও টেকসই করার লক্ষ্যে উক্ত মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রের দাবী।

পোলট্রি মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট থেকে সারা দিন ফ্রি শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে উক্ত মেলার আয়োজন করেছে।

তিন দিনব্যাপী এই শো ও সেমিনারে দেশ-বিদেশের বিশিষ্ট পোলট্রি বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং আধুনিক প্রযুক্তি, নতুন ইনপুট ও উন্নত উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। এতে পোলট্রি শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর জন্য জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

ওয়াপসা-বিবি ও বিপিআইসিসি’র পক্ষ থেকে সকলকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে, যা পোলট্রি খাতকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। এই সেমিনারের মাধ্যমে পোলট্রি শিল্পের উন্নয়ন ও নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের গুরুত্ব আরও সুস্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

This post has already been read 84 times!

Check Also

দেশের পোলট্রি খাতে নতুন যুগের সূচনা করলো প্যারাগন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক:   দেশের পোলট্রি খাতে নতুন যুগের সূচনা করলো সবসময় নতুনত্ব ও উৎকর্ষতাকে গুরুত্ব দেয়া …