রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

ব্লাস্ট রোগ প্রতিরোধী গম ও তাহেরপুরী পেঁয়াজ খামার পরিদর্শনে কৃষি উপদেষ্টা

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাংড়া হসপিটাল মোড়, বেলপুকুর এ আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত ব্লাস্ট রোগ প্রতিরোধী বারি গম ৩৩, কৃষি প্রণোদনার আওতায় স্থাপিত তাহেরপুরী পেঁয়াজ এর মাঠ, আমি বাগান  পরিদর্শন ও মতবিনিময় করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম।  আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় তিনি উক্ত পরিদর্শন করেন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম,  বিএমডিএ, রাজশাহী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপরিচালক উম্মে সালমা।

প্রধান অতিথি বলেন, আগে সাত কোটি মানুষের খাদ্যের যোগান দিতে হিমসিম খেতে হতো এখন আঠারো কোটি মানুষের খাদ্যের যোগান দিতে আর সমস্যা হয় না। বিশ্বের অন্যতম দানাদার খাদ্যশস্য গমের অবস্থান বাংলাদেশে দ্বিতীয়। ভাতের চেয়ে রুটির খাদ্য ও পুষ্টিমান বেশি এবং স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্ত স্বাধীনতার পর ধানের মতো গম উৎপাদন বাড়লেও নানা কারণে বর্তমানে গম উৎপাদন এলাকা ক্রমান্বয়ে কমে গেছে। আগে তো গমের তেমন ফলন হতো না, এখন গমের ফলন অনেক। প্রাকৃতিক প্রতিবন্ধকতাসহিষ্ণু, মারাত্মক পোকামাকড় ও রোগ প্রতিরোধী জাত এবং নানা প্রযুক্তি উদ্ভাবনের নিরন্তর গবেষণা চলমান রয়েছে।

তিনি বলেন, মার্কেটে কৃষকের পণ্য নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। কৃষকের উৎপাদিত শাক-সবজি, পেঁয়াজ, আলু যাতে কৃষক পর্যায়ে রাখা সহজতর হয় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এতে সফল হতে পারলে কৃষক ও লাভবান হবে এবং ভোক্তা পর্যায়ে দাম ও কম হবে। আবার আমরা কৃষকের উৎপাদিত পণ্য বাইরে রফতানি করতে পারবো।

বোরো মৌসুমে সেচ প্রসঙ্গে বলেন, আগে বেরো ধানের সেচের জন্য কারেন্ট সাপ্লাই রিজার্ভ রেখে অন্য জায়গায় কারেন্ট দেয়া হবে। তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে শোনেন এবং তা থেকে উত্তরণের উপায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া, পশ্চিম পাড়া গমের মাঠ ও আম বাগান পরিদর্শন করেন এবং  দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ভূ-গর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণ প্রকল্প পরিচালক, বিএমডিএ, রাজশাহী; পুঠিয়া সহকারী কমিশনার ( ভূমি)  দেবাশীষ বসাক, উপজেলা কৃষি অফিসার পুঠিয়া, পবা, চারঘাট, রাজশাহী, সহকারী প্রোকৌশলী বিএমডিএ, পুঠিয়া, কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ধীন দপ্তর ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

This post has already been read 24 times!

Check Also

সিলেটে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্টস প্রকল্প (ফ্রিপ) এর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি …