মঙ্গলবার , ফেব্রুয়ারি ২৫ ২০২৫

বারি পেঁয়াজ-৪ এর প্রজনন বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবস

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর এর আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বারি পেঁয়াজ-৪ এর প্রজনন বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবস বারি’র আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসটিতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন পেঁয়াজ চাষী (কৃষক/কৃষাণী) অংশগ্রহন করেন।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র) ড. মুহা. মাসুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মসলা গবেষণা কেন্দ্র) ও প্রকল্প পরিচালক “বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরন প্রকল্প” ড. শৈলেন্দ্র নাথ মজুমদার। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেঁয়াজ চাষীবৃন্দ তাঁদের চাষাবাদের বিভিন্ন সমস্যা, সাফল্য এবং ভবিষৎ পরিকল্পনা বিষয়ে মতামত বিনিময় করেন।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানটি “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অংগ)” শীর্ষক প্রকল্প অর্থায়ন করে।

This post has already been read 99 times!

Check Also

বারিতে কারিগরি কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) …