এগ্রিনিউজ২৪.কম: প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরি) খাদ্য উৎপাদন ও আমদানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর ৭ম বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের বেলনা ইকো রিসোর্টের ব্যাংকোয়েট হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাফিটা’র সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন মহাসচিব জয়ন্ত কুমার দেব, সহ-সভাপতি আনোয়ারুল হক, ট্রেজারার মো. খোরশেদ আলম, যুগ্ম-মহাসচিব মাহ্বুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ।
সভা শুরু হয় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে সংগঠনের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রাণিজ শিল্পের উন্নয়নে বাফিটা’র ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বাফিটা’র সাফল্য ও কার্যক্রম মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ এবং সদস্যদের ব্যবসায়িক সমস্যা নিরসনে করণীয় ঠিক করতে। প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরি) খাতের সার্বিক উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।”
মহাসচিব জয়ন্ত কুমার দেব বিগত ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন এবং নতুন বার্ষিক প্রতিবেদন অনুমোদনের জন্য পেশ করেন। এরপর ট্রেজারার মো. খোরশেদ আলম ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে প্রতিবেদন ও বাজেট অনুমোদিত হয়।
সভায় উন্মুক্ত আলোচনায় সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়। ওয়েলকিন কর্পোরেশনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, মেসার্স আর.আর এন্টারপ্রাইজের প্রতিনিধি রাকিবুর রহমান খান, মনির এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী দারুগালীসহ আরও অনেকে তাদের মতামত প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় বাফিটা’র উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বলেন, “প্রাণিজ খাদ্য শিল্পের টেকসই উন্নয়নে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সাধন করে এই শিল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে।”
বক্তব্যে সহ-সভাপতি আনোয়ারুল হক বলেন, “বাফিটা সদস্যদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। প্রাণিজ শিল্পের বিকাশে নীতিগত সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
নতুন নিবন্ধিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে সমাপনী বক্তব্যে সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া সকল সদস্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথি ও সদস্যরা মধ্যাহ্নভোজে অংশ নেন।