বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের ২১ তম ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ ও সমাপনী কর্মসূচী সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. বাহানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি এম মুজিবর রহমান,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক,ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসেস এর পরিচালক(প্রশাসন) ডাঃ মো. বয়জার রহমান, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি এর সিনিয়র ম্যানেজার(এগ্রোভেট) রুবায়েত নুরুল হাসান।
সার্বিক তত্তাবধানে ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামরুল ইসলাম এবং সদস্য সচিব প্রফেসর ড. আজিমুন নাহার।এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. সামছুল আলম, অত্র অনুষদের সকল ডিপার্টমেন্টের প্রধানবৃন্দ, শিক্ষক সমিতির সেক্রেটারি প্রফেসর ড.মো. আসাদুজ্জামান সরকার সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষকবৃন্দ এবং ইন্টার্নশীপের ছাত্র-ছাত্রীবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম এবং ২১ তম ইন্টার্নশীপের উপর সংক্ষিপ্ত তথ্যাবলী উপস্থাপন করেন প্রফেসর ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর উপস্থিত সবাইকে অভিবাদন ও শুভেচ্ছা জানান। তিনি ২১ তম ব্যাচের সকলের জন্যে শুভকামনা প্রকাশ করে তাদেরকে গভীর মনোযোগ এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান এবং ভবিষ্যতে ইন্টার্নি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আরো বৃদ্দ্বি পাবে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইন্টার্নশীপ হলো বাড়তি কিছু দেখা, সহ্য করার মানসিকতা, সামাজিকতার অভিজ্ঞতা যা ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক ভূমিকা পালনে সহায়তা করে।
উল্লেখ্য যে, ২০০৪ সন থেকে ভেটেরিনারি অনুষদে ইন্টার্নশীপ চালু হয় এবং এবছর অনুষদের ৫৮ তম ব্যাচের ২১ তম ইন্টার্নশীপে ১১৯ জন শিক্ষার্থী ১৪ সপ্তাহ মেয়াদি এই ইন্টার্নশীপ সফলভাবে সমাপ্ত করেছে।