Monday , March 31 2025

পদ্মা ফিডে যোগ দিলেন মৎস্যবিদ শাহীনুর আলম

নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতনামা মৎস্য ও পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান পদ্মা ফিড এন্ড চিকস্ লি.-এ জেনারেল ম্যানেজার (অপারেশন) হিসেবে যোগদান করেছেন দেশের প্রাণিজ আমিষ সেক্টরের অত্যন্ত পরিচিত মুখ মৎস্যবিদ মো. শাহীনুর আলম। মৎস্য ও পোল্ট্রি শিল্পে ২১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাহীনুর আলম ব্যক্তি দীর্ঘদিন ধরে এগ্রো সেক্টরে কাজ করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি পদ্মা ফিড এন্ড চিকস্ লিঃ-এ জেনারেল ম্যানেজার (অপারেশন) হিসেবে যোগ দেন।

এর আগে তিনি কেজিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরবি এগ্রো লি. (চেরিশ ফিড) এ কর্মরত ছিলেন।  সেখানে তিনি চেরিশ ফিড ব্র্যান্ডকে দেশব্যাপী জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ ১২ বছর তিনি প্রতিষ্ঠানটির ফিড মার্কেটিং, নিউট্রিশন ও কাঁচামাল ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্ব পালন করেন শাহীনুর।

কর্মজীবনের শুরু অভিজ্ঞতা
মো. শাহীনুর আলম ২০০৪ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ফিসারিজ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। একই বছরের ৪ জুলাই তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ফিডস্ লিঃ (ফ্রেশ ফিড)-এ এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বি-বাড়িয়া অঞ্চলে রিজিওনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০০৭ সনে তিনি সহকারী ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে উপ-ব্যবস্থাপক, ব্যবস্থাপক ও সিনিয়র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ২০১০ সনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন ফিসারিজ টেকনোলজি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন অন্যান্য কার্যক্রম
মো. শাহীনুর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইমিঠা গ্রামে ১৯৮১ সনের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি থাইল্যান্ড, দুবাই, দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও পোল্ট্রি মেলায় অংশগ্রহণ করেছেন।

নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা এবং মৎস্য ও পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পদ্মা ফিড এন্ড চিকস্-এর ব্যবসায়িক প্রসার ও পোল্ট্রি ও ফিড খামারিদের উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

This post has already been read 312 times!

Check Also

মনিরুল ইসলামের নতুন ঠিকানা – আদর্শ এগ্রোভেট!

নিজস্ব প্রতিবেদক: আদর্শ এগ্রোভেট লিমিটেড -এ সেলস ম্যানেজার হিসেবে যোগদান করেছেন দেশের প্রাণিজ আমিষ ও …